ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০২ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (১ জুলাই) নতুন করে আরও ১০৪ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ১০৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় নয় হাজার ৬৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আট হাজার ৬০৩ জনের রিপোর্ট পাওযা গেছে। বর্তমানে আইসোলেশন সেন্টারে আছেন ৭২৯ জন।

আজিজুল সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।