মৌলভীবাজারে করোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৩ জুলাই ২০২০

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বৃহস্পতিবার (২ জুলাই) করোনা পজিটিভ এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং করোনার উপসর্গ নিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এর আগে থেকে তিনি করোনা পজিটিভ হয়ে নিজের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

বিকেল শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয় তাকে। দ্রুত অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে এদিন দুপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ৯০ বছর বয়সী আরও একজনের মৃত্য হয়েছে।

২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো এই তথ্য নিশ্চিত করেন বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

রিপন দে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।