সাতক্ষীরায় করোনা আক্রান্তের সঙ্গে সুস্থের সংখ্যাও বাড়ছে
সাতক্ষীরায় দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সুস্থের সংখ্যাও বাড়ছে। বর্তমানে সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৩ জন রোগী। তবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি সুস্থের সংখ্যাও বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেছেন চারজন। এছাড়া সুস্থ হয়েছেন ৯৩ জন। আক্রান্তের সংখ্যা বাড়ার মূল কারণ হলো অসচেতনতা ও অসাবধানতা। চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকরাও ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার বিকল্প নেই।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত মারা গেছেন ২২ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র ডা. মানস কুমার বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। আক্রান্ত বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ