নীলফামারী পৌর মেয়র করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৬ জুলাই ২০২০

নীলফামারী পৌরসভার মেয়র, বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাব) সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে তার গাড়িচালক রিপনও করোনা পজিটিভ। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে এ রির্পোটে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

এদিন নীলফামারী জেলার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নীলফামারী পৌর পরিষদ ও মেয়রের বাড়ির সকল সদস্যের নমুনা ছিল। রির্পোটে দুইজনের পজিটিভ আসে।

জানা যায়, করোনা সংক্রমণের শুরু থেকে মেয়র দেওয়ান কামাল আহমেদ মাঠে ছিলেন। তিনি পৌর এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন। দায়িত্ব পালনের সময়ই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

পারিবারিক সূত্রমতে, তিনি নিজ বাড়িতে আইসোলেশনের রয়েছেন এবং সুস্থ আছেন। পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এদিকে শনিবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, একই পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল হক করোনা আক্রান্ত হন। তারাও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০৯ জন। এর মধ্যে সদরে রয়েছেন ১৩৯ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, সৈয়দপুর উপজেলায় ৫৩ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৯৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন।

জাহিদুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।