কুমেকের করোনা ইউনিটে প্যানেল মেয়রের ভাইসহ ৫ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পির বড় ভাই মনির উদ্দিনসহ পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মঙ্গলবার হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিইউতে মারা যাওয়াদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন দুইজন,বাকি তিনজনের করোনা উপসর্গ ছিল।
ডা. সাজেদা খাতুন আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা মনির উদ্দিন খান (৫০) ও সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকার কাজী শহিদের মেয়ে সালমা (৩৬)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, নগরীর জাকুনীপাড়া এলাকার কানু লাল (৭৩), নগরীর পূর্ব বাগিচাগাঁও এলাকার মৃত অরিণী বকসীর ছেলে স্বপন (৬৫) এবং আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত সামছু উদ্দিনের মেয়ে হাসিনা (৫৭)।
এদিকে হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১২৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৭ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন।
কামাল উদ্দিন/এফএ/জেআইএম