পঞ্চগড়ে করোনায় গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৮ জুলাই ২০২০
ফাইল ছবি

পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে শহরের রাজনগর নতুনবস্তি এলাকায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

নিহতের পারিবার ও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, কুলসুম বেগম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে প্রথমে তার ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ৪ জুন তারও শরীরে করোনা শনাক্ত হয়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কিডনি ডায়ালাইসিস করানো হতো। গত ২৯ জুন সর্বশেষ রংপুরে তার কিডনি ডায়ালাইসিস করানো হয়। চিকিৎসক তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, দীর্ঘদিনের কিডনি রোগী কুলসুম বেগমের প্রায়ই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানো হতো। তিনি তার ছেলের সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সফিকুল আলম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।