পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৮ জুলাই ২০২০

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। বুধবার (৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাবনা সদর উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীতে নৌকা ডুবে চারজন নিখোঁজ হন।

নিহতরা হলেন- আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও রঞ্জিতের ছেলে জুবায়ের (৩২)। তারা উভয়েই কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

এখনও নিখোঁজ দুজন হলেন- ওই গ্রামেরই হারান শেখের ছেলে জুয়েল (৩০) ও নজুর ছেলে জাকির (২৫)।

PABNA-PHOTO-1

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে তার নেতৃত্বে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা তিনজন ডুবুরি উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর ১টায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলের দেড় কিলোমিটার ভাটিতে ভেসে ওঠা মরদেহ দেখে স্থানীয়রা তাদের খবর দেন। এরপর উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। সেটি ছিল শরিফুল ইসলামের মরদেহ। দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী দল ভাটি থেকে জুবায়েরের ভাসমান মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এর আগে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা তিনজন ডুবুরি তার নেতৃত্বে মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান চালান। টানা সাড়ে তিন ঘণ্টা অভিযান চালানো হয়। এছাড়াও ঘটনার পর (সকাল সাড়ে ৯টা) থেকেই স্থানীয় এলাকাবাসী নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে আবার অভিযান শুরু হবে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।