গৃহবধূকে ধর্ষণের পর ফেসবুকে ভিডিও ছাড়ার হুমকি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ জুলাই ২০২০

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে লোকমান হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান উপজেলার দক্ষিণ কামারগাঁও গ্রামের আমির আলীর ছেলে। বুধবার (০৮ জুলাই) বিকেলে মাওয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লোকমানের প্রতিবেশী ওই নারীর স্বামী প্রবাসে থাকার সুযোগে সম্পর্ক গড়েন লোকমান। সম্পর্কের একপর্যায় গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন লোকমান। এ নিয়ে মঙ্গলবার রাতে শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ দেন ওই নারী। বুধবার বিকেলে মাওয়া থেকে লোকমানকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার মোবাইল জব্দ করা হয়েছে। কিছু ভিডিও আমাদের হাতে এসেছে। লোকমানের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।