ডাকাতির সময় দুই নারীর শ্লীলতাহানি, বৃদ্ধার মৃত্যু
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে ডাকাতের হামলায় সকিনা বেগম নামে এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। এ সময় দুই নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
বুধবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া রেহান উদ্দিন ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সকিনা বেগম ওই এলাকার মৃত কবির উদ্দিনের স্ত্রী ছিলেন।
সকিনা বেগমের ছেলে আশরাফুল ইসলাম বলেন, একদল ডাকাত গভীর রাতে বাড়িতে হানা দেয়। এ সময় মা-সহ দুই পুত্রবধূকে গামছা দিয়ে হাত-পা বেঁধে ঘরের একটি কক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে সকিনা বেগম চিৎকার করলে তার ওপর ডাকাতরা হামলা চালায়। এতে তার মৃত্যু হয়। এ সময় দুই পুত্রবধূর শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা। পরে বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকাসহ মালামাল লুট করে নেয় তারা।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, পুলিশ সুপার নুরুন্নবীর নেতৃত্বে ওসিসহ পুলিশের একটি দল ওই বাড়ি পরিদর্শন করেছেন। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সকিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ