কুমিল্লায় আরও ৮৬ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০১ এএম, ১১ জুলাই ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতেই ৩১ জন। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩১০ জনে। এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ২ ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১২১ জনের।

শুক্রবার বিকেলে এসব তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরও জানান, নতুন করে করোনা শনাক্তদের মধ্যে মহানগরী এলাকায় ৩১জন, চৌদ্দগ্রামে ১১, লাকসামের ১০, নাঙ্গলকোট ও ব্রাক্ষণপাড়ার ছয়,বরুড়ায় আট, লালমাইতে ছয়, আদর্শ সদরে পাঁচ ও হোমনায় তিনজন রয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় চৌদ্দগ্রাম ও আদর্শ সদরে দুইজনসহ এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ১২১ জন। এ পর্যন্ত ২১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রেজাল্ট এসেছে ২০ হাজার ৯০৯টি নমুনার। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই হাজার ২১৭ জন।

মো. কামাল উদ্দিন/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।