গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১১ জুলাই ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। তারা সিলেট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নোয়াপাড়া কররা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বাসিন্দা ইমন আহমেদ (২৬) ও জান্নাত আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, সিলেট থেকে ঢাকামুখী মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোনো গাড়ি পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জান্নাত। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আরও জানান, সিলেট থেকে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জে ফিরছিলেন ওই দুইজন। তাদের সম্পূর্ণ পরিচয় এবং পালিয়ে যাওয়া গাড়ি খুঁজে বের করার চেষ্টা চলছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।