প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১২ জুলাই ২০২০

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। রোববার (২২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার শ্রীনগর সরকারি কলেজ মাঠে এ চিকিৎসাসেবা দেয় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। এ সময় দুই শতাধিক গরিব ও দুস্থকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ২২ সদস্যের নিজস্ব একটি মেডিকেল টিম এ চিকিৎসাসেবা দেয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও করোনা পরীক্ষা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সেবার আয়োজন করা হয়েছে। এছাড়া আগতদের উপহার সামগ্রী দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লে. কর্নেল মিজানুর রহমান, লে. কর্নেল মো. ফখরুল আলম ও গাইনি বিশেষজ্ঞ মেজর রাজিয়া প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।