ভৈরবে কয়েল কারখানায় ১০ লাখ টাকা জরিমানা করে সিলগালা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অনুমোদনহীন দুটি অবৈধ কয়েল কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের শহরের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের পেছনে উপজেলা সহকারী কমশিনার (ভূমি) হিমাদ্রী খিশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলা সদরে শতাধিক কয়েল কারখানা রয়েছে। এর মধ্যে অধিকাংশই অনুমোদনহীন। এসব অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে নামে-বেনামে কয়েল উৎপাদন হচ্ছে। এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি মানব স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।

এর প্রেক্ষিতে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের পেছনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুনায়েদ মিয়ার কয়েল কারখানা এবং সোহাগ মিয়ার কয়েল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কয়েল ও কাচাঁমালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে অনুমোদনহীন কয়েল উৎপাদনের দায়ে জুুনায়েদ মিয়াকে ৬ লাখ টাকা এবং সোহাগ মিয়াকে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিশা। একই সঙ্গে কারখানা দুটি সিলগালা করে দেয়া হয়।

অভিযানের সময় এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিশা জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অনুমোদনহীন অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।