সকালে নিয়ম করে ডেকে দেবে না কেউ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে যিনি আপ্রাণ চেষ্টা করেছেন তিনিও হেরে গেলেন করোনার কাছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে হারিয়ে দিশেহারা স্বজনরা।
অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের বাসিন্দা ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।
ডা. রুমীর বড় ছেলে আহনাজ নাহিয়ান মাহি বলেন, বাবার আঙুল ধরে পৃথিবীতে পথ চলতে শিখেছি। বাবার হাত ধরে হাঁটতে শিখেছি। বাবা পড়তে বসার জন্য, স্কুলে যাওয়ার জন্য রোজ সকালে নিয়ম করে ডেকে দিতেন। এমন নিয়ম করে সকালে স্কুলে যাওয়ার জন্য ডেকে দেবে না কেউ।
ডা. রুমীর ভাই দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক শেখ সাদী বলেন, রুমী মানুষের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আজ তার সন্তান ও পরিবার অভিভাবকহীন। সরকারের কাছে তার সন্তান ও পরিবারের দায়িত্ব নেয়ার দাবি জানাই।
ডা. রুমীর তিন ছেলে আহনাজ নাহিয়ান মাহি (১৬), রাফসান রাইয়ান রাহি (১২) ও আরাফ আরিয়ান জাহি (৪)। এদের মধ্যে মাহি ১০ম শ্রেণিতে ও রাহি সপ্তম শ্রেণিতে পড়ে।
ডা. রুমীর বন্ধু মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিল রুমী। তার মৃত্যুতে তিন সন্তানের ভবিষ্যত অনিশ্চত হয়ে পড়েছে। জেলাবাসী আজ এক এমন সম্পদকে হারিয়েছে যা কখনও পূরণ হওয়ার নয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস জানান, ডা. রুমী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে। তার পরিবারের অন্য সদস্যরা করোনায় আক্রান্ত কি-না তা জানা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, ডা. রুমী ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুলাই তিনি করোনা আক্রান্ত হলে পরদিন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি মারা যান।
তিনি আরও জানান, ডা. রুমীর মরদেহ ঢাকা থেকে তার জন্মস্থান মেহেরপুরের দারিয়াপুরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সেখানেই তাকে দাফন করা হবে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম