দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৭ জুলাই ২০২০
ফাইল ছবি

ফেনীতে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী গাইনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা বাচ্চু মিয়া (৭৫) ও তার বোন খুকি আক্তার (৫৫)

পুলিশ ও স্থানীয়রা জানান, নাতি রুবেলের শ্বশুরবাড়িতে দাওয়াতে যান বাচ্চু মিয়া ও খুকি আক্তার। বিকেলে রুবেলসহ তারা অটোরিকশাযোগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার উত্তর কাশিমপুরের নিজ বাড়িতে ফেরার পথে তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়া ও খুকি আক্তারকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল আলম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই বাচ্চু মিয়া ও খুকি আক্তার মারা যান। অপর আহত রুবেলকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফুলগাজী থানা পুলিশের ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জানান, চালকরা পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাশেদুল হাসান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।