সিলেট বিভাগে শিশু-চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১২২ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:০৩ এএম, ১৮ জুলাই ২০২০

সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার সিলেট বিভাগে ছয় শিশু ও চার চিকিৎসকসহ নতুন করে ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিরা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ছয় শিশু ও চার চিকিৎসকসহ ৮৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার (১৭ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮৮ জন। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার ৬১ জন রয়েছেন। এছাড়া হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারের আট জনের করোনা শনাক্ত হয়েছে।

একই দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জিইবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামসুল হক প্রধান জানান, শাবিপ্রবির ল্যাবে ২১৫ জনের নমুনা সংগ্রহ করে ১৮৮টি পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এরমধ্যে সিলেট জেলার ২২ ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৫২৭ জন।

করোনা আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৪০৬ জন। সুনামগঞ্জে ১২৬০, মৌলভীবাজারে ৮২৫ ও হবিগঞ্জে ১০৩৬ জন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ও মৌলভীবাজারে মারা গেছেন আটজন করে।

ছামির মাহমুদ/এএইচ  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।