নীলফামারীতে নতুন করে ২৩ চীনা নাগরিকসহ ৪৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৮ জুলাই ২০২০

নীলফামারীর উত্তরা ইপিজেডের ২৩ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নীলফামারীর উত্তরা ইপিজেডের ২৬ জন রয়েছেন। তাদের মধ্যে ২৩ জনই চীনা নাগরিক। এছাড়াও নীলফামারী পৌরসভার ৯ জন, ডোমার উপজেলার দুইজন, ডিমলা উপজেলার ছয়জন ও সৈয়দপুর উপজেলার দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারীতে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮১ জন। এদের মধ্যে নীলফামারী সদরের ২৬৮ জন, জলঢাকার ৮৯ জন, সৈয়দপুরের ৭৫ জন, ডিমলার ৬০ জন, ডোমারের ৫১ জন ও কিশোরগঞ্জ উপজেলার ৩৮ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হয়েছেন ৩৯৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। করোনায় মারা গেছেন দুই নারীসহ ৯ জন।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।