একদিনে রাজশাহীতে ২৩৫ জন করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৯ জুলাই ২০২০

একদিনে রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাস জয় করেছেন ২৩৫ জন। তবে নতুন করে করোনা ধরা পড়েছে ১৭৪ জনের। করোনায় প্রাণ হারিয়েছেন আরও দুইজন।

রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৪ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। তবে করোনায় বগুড়া ও জয়পুরহাটে একজন করে দুইজন প্রাণ হারিয়েছেন।

এদিন সর্বোচ্চ ৬৯ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে। আরও ৬৯ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। পাশাপাশি সিরাজগঞ্জে ১৯, নাটোরে ১০, চাঁপাইনবাবগঞ্জে পাঁচ এবং জয়পুরহাটে দুইজনের করোনা ধরা পড়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়নি নওগাঁ ও পাবনায়।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ জন করোনা জয় করেছেন রাজশাহীতে। এছাড়া বগুড়ায় ৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৩ জন, নওগাঁয় ২০ জন, পাবনায় ১৮ জন, সিরাগজগঞ্জে ১১ জন এবং জয়পুরহাটে তিনজন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত বিভাগজুড়ে নয় হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ায় চার হাজার ১২০ জন, রাজশাহীতে দুই হাজার ১০৮ জন, সিরাজগঞ্জে এক হাজার ৩৪ জন, নওগাঁয় ৭৭৯ জন, পাবনায় ৬৭১ জন, জয়পুরহাটে ৬২৭ জন, নাটোরে ৩৫০ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় বিভাগে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২৯ জন। এর মধ্যে বগুড়ায় ৭৯ জন, রাজশাহীতে ১৭ জন, নওগাঁয় ১২ জন, সিরাজগঞ্জে ১০ জন, পাবনায় নয়জন এবং নাটোর ও জয়পুরহাটে একজন করে করোনায় মারা গেছেন। তবে করোনায় এখনও মৃত্যুর খবর নেই চাঁপাইনবাবগঞ্জে।

তবে বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন চার হাজার ৩০৯ জন। এর মধ্যে বগুড়ায় দুই হাজার ১০৬ জন, রাজশাহীতে ৭১২ জন, নওগাঁয় ৫৫৮ জন, পাবনায় ২৮৩ জন, সিরাজগঞ্জে ২১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২০ জন এবং নাটোরে ১১৫ জন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।