করোনায় ফেনীতে আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৯ জুলাই ২০২০

ফেনীতে নতুন করে আরও ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ বলেন, রোববার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৪৭ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় চারজন, দাগনভূঞায় তিনজন, সোনাগাজীতে চারজন, ছাগলনাইয়ায় ছয়জন, পরশুরামে নয়জন ও ফুলগাজীতে ছয়জন। জেলায় নতুন করে ১২ জন সুস্থ হয়েছেন এবং আরও দুইজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পরিসংখ্যানবিদ মো. ইউসুফ আরও বলেন, রোববার পর্যন্ত ছয় হাজার ১৭৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৮৫ জনের করোনা শনাক্ত করা হয়।

এ পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪০৯ জন, সোনাগাজীতে ১৮২ জন, দাগনভূঞায় ২২৪ জন, ছাগলনাইয়ায় ১৩১ জন, ফুলগাজী ৬১ জন ও পরশুরামে ৬৩ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৫ জন। এদের মধ্যে ৬৯৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ও ২৬ জনের মৃত্যু হয়েছে।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।