টাঙ্গাইলে এক পরিবারের চারজনকে হত্যা : মূলহোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৯ জুলাই ২০২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় স্বামী-স্ত্রী আর দুই সন্তান হত্যার মূলহোতা সাগরকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৯ জুলাই) বিকেলে মধুপুরের ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গ্রেফতার সাগর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুর পৌর শহরের উত্তর আবাসিক এলাকার বাসিন্দা ও একই পরিবারের চার সদস্য আব্দুল গণি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন, ৮ বছরের মেয়ে সাদিয়া এবং ১৭ বছরের ছেলে তাজেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য নিহত আব্দুল গণির বড় মেয়ে সোনিয়া।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।