ব্যাংকে জমা দিতে এসে ১৭ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২০ জুলাই ২০২০

রাজশাহীতে ব্যাংকে জমা দিতে এসে ১৭ লাখ টাকা খোয়া গেছে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর। সোমবার (২০ জুলাই) দুপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী নগরীর সাহেববাজার কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী রবিউল ইসলামের কর্মী মফিজুর রহমান রিপন টাকাগুলো ব্যাংকে জমা দিতে এসেছিলেন। রিপন জানান, তিনি যখন চেক লিখছিলেন তখন টাকাগুলো চুরি হয়ে গেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

rajshahi

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, রিপন দাবি করছেন তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলের ওপর চেক লিখছিলেন। মিনিট পাঁচেক পর খেয়াল করেন টাকার ব্যাগটি নেই।

ওসি বলেন, ঘটনার পরই আমরা ব্যাংকে গিয়েছি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি। পুরো ঘটনা আমরা তদন্ত করছি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।