স্ত্রী-সন্তানসহ রাজশাহী বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:২৭ এএম, ২১ জুলাই ২০২০

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের (৫৪) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে করোনা শনাক্ত হয়েছে তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) ও ছেলে তানজিম মাহাতাবেরও (১৭)।

সোমবার (২০ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা সংক্রমণ ধরা পড়ার আগে ওই আত্মীয় তার বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন সবাই। তাই সন্দেহ থেকে স্বপরিবারে নমুনা দেন তার। এতে রিপোর্ট পজিটিভ এসেছে তাদের তিনজনের।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই সুস্থ আছি। কারও কোনো সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এই তিনজন নিয়ে রামেকের ল্যাবে সোমবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে। রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ৫২ জন রাজশাহীর, ৩৮ জন নাটোরের, দুইজন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন পাবনার এবং একজন যশোরের। নতুন শনাক্ত এসব কোভিড-১৯ রোগীর বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানানো হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।