করোনায় মারা যাওয়া চিকিৎসকের স্ত্রী-সন্তানও আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪৮ এএম, ২১ জুলাই ২০২০

মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমির স্ত্রী-সন্তানও আক্রান্ত হয়েছেন।

সোমবার চিকিৎসক রুমির স্ত্রী মুসলিমা সোহেলি সেতু (৪২) ও ছেলে রাফসান রায়হানের (১৪) করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজওয়ান আহম্মেদ বলেন, চিকিৎসক রুমি মারা যাওয়ার পরদিন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের আটজনের নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে সেগুলোর রিপোর্ট আসে। এতে মৃত চিকিৎসকের স্ত্রী-সন্তানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে স্বাস্থ্য বিভাগের টিম পাঠানো হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই চিকিৎসক রুমি করোনায় আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ৮ জুলাই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। ১৩ দিনের মাথায় ১৭ জুলাই ভোরে তার মৃত্যু হয়।

আসিফ ইকবাল/এএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।