করোনায় মারা গেলেন লালমনিরহাট আ.লীগের সহসভাপতির স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ জুলাই ২০২০

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহসভাপতি ও লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হকের স্ত্রী সমাজসেবী নাজনীন হক (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজ বাড়ি লালমনিরহাটের আদিতমারীতে তার দাফন সম্পন্ন হবে। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

লালমনিরহাটের আইপিপি ও সাহিত্য ও সামাজিক সংগঠন স্বর্ণামতি নন্দিনীর উপদেষ্টা সমাজসেবী নাজনীন হক করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জ্বর, সর্দি, গলাব্যথা দেখা দিলে আদিতমারী স্বাস্থ্য বিভাগ ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে। ৫ দিন পর নাজনীন হকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়েছিল। সোমবার রাতে তিনি মারা যান।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে নাজনীন হকের (৫০) করোনা শনাক্ত হয়।

রবিউল হাসান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।