গভীর রাতে ঝড়ে ঘরচাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:০৯ এএম, ২২ জুলাই ২০২০
ফাইল ছবি

ভোলায় হঠাৎ ঝড়ের তাণ্ডবে ঘরচাপা পড়ে দুই ছেলেসহ এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আইচা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিংকু বেগম (৩০), তার দুই ছেলে জুনায়েত হোসেন (৫) ও তানজীদ (৩)। রিংকু বেগম ওই এলাকার মো. হানিফের স্ত্রী।

চর মানিকা মৎস্যজীবী লীগের সভাপতি মো. আব্দুল মন্নান জানান, মো. হানিফ ঢালচর এলাকায় ব্যবসা করেন। তাদের পরিবারের সবাই দীর্ঘদিন ঢালচরে বসবাস করত। ৫-৬ মাস আগে তারা একই এলাকায় জমি কিনে টিনসেডের ঘর নির্মাণ করেন। সেখানে হানিফের স্ত্রী ও দুই সন্তান থাকত। মঙ্গলবার রাতে রিংকু বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঝড়ে তাদের ঘর ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের দাফন-কাফনের জন্য সরকারিভাবে কিছু টাকা দেয়া হবে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।