ঝিনাইদহে আরও ৬৪ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সখ্যাও। সর্বশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, বৃহস্পতিবার কুষ্টিয়ার ল্যাবে ১৫৩ নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর উপজেলায় ৪৯, কালীগঞ্জে আট, শৈলকুপায় চার, কোটচাঁদপুরে দুই ও হরিণাকুন্ডু উপজেলায় একজন।
এর আগে বুধবার ঝিনাইদহ সদর ও শৈলকুপায় দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩১৯, কালীগঞ্জে ২৩১, শৈলকুপায় ৯২, কোটচাঁদপুরে ৪৭, মহেশপুরে ৩০ এবং হরিণাকুন্ডু উপজেলায় ২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬০ জন।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ