কোরবানির ৪৫ গরু নিয়ে যমুনায় ট্রলারডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৪ জুলাই ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গরু ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন। এ সময় ৫টি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তীরে আসার পর অনেক খামারি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।