করোনাভাইরাস : কুমিল্লায় আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৫ জুলাই ২০২০
ফাইল ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচজন মারা যান। শনিবার (২৫ জুলাই) কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মারা যাওয়া করা ছয়জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের কালিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাসার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।

অপরদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)।

উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২৬১ জন মারা গেছেন।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।