গাইবান্ধায় বন্যাকবলিত মানুষকে ত্রাণ দিলো সেনাবাহিনী
গাইবান্ধায় বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৬ জুলাই) সদর উপজেলার বালাসি ঘাট এলাকায় ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সেনাবাহিনী।
বালাসি ঘাট এলাকায় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর মেজর মুজাহিদুল ইসলাম ও ক্যাপ্টেন মোহাইমিনুল ইসলাম এবং সেনাসদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা নৌকায় করে বিভিন্ন স্থানে গিয়ে বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সেনাবাহিনীর মেজর মুজাহিদুল ইসলাম বলেন, ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। আজ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
জাহিদ খন্দকার/এএম/এমকেএইচ