দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশা চালকের
মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমাম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের কনর মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- অটোরিকশা চালক ইলিয়াস ও স্থানীয় ইউপি সদস্য ছালিক মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। প্রায়ই এ নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হতেন। মঙ্গলবার দুপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন ফজলুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২-৩ জন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
রিপন দে/আরএআর/এমএস