দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশা চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৮ জুলাই ২০২০
ফাইল ছবি

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে ফজলুর রহমান (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমাম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের কনর মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- অটোরিকশা চালক ইলিয়াস ও স্থানীয় ইউপি সদস্য ছালিক মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। প্রায়ই এ নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হতেন। মঙ্গলবার দুপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন ফজলুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশা চালকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২-৩ জন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

রিপন দে/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।