১৫ কাঠা জমিতে গাঁজা চাষ করছেন মাদক ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৫৩ এএম, ৩০ জুলাই ২০২০

গোপনে গাঁজা চাষ করে ফেঁসে গেছেন দুলাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে তার ১৫ কাঠা জমিতে আবাদকৃত গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে আত্মগোপন করেছেন মাদক ব্যবসায়ী দুলাল হোসেন।

পুলিশ জানায়, মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করেন দুলাল হোসেন। প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশপাশের লোকজনের নজরে পড়েনি সেটি। মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজা বাগানটির সন্ধান পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী দুলাল হোসেন। রাত থেকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

jagonews24

পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, পলাতক দুলালের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে। জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। উদ্ধারকৃত গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেয়া হচ্ছে।

আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।