দিনাজপুরে এক লাখ গাছ লাগাবে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ৩০ জুলাই ২০২০

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচির আওতায় দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এক লাখ বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ লাইনসে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুনসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম না নিলে বাংলাদেশ হতো না। তিনি আমাদের মাঝে হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো এসেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।