টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ৩০ জুলাই ২০২০

টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭)। তিনি উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম আসামি জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে জিয়ারুলকে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৫ সাল থেকে কারাগারে ছিল। কিছু দিন আগে ছাড়া পেয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।