মোবাইলে প্রেমের ফাঁদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০২ আগস্ট ২০২০
মোবাইলে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে তিনজন গ্রেফতার

মোবাইলে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেন- জেলা সদরের আড়মুখ গ্রামের বাসিন্দা নারী (২৪), নলডাঙ্গা নারায়ণপুর গ্রামের প্রফুল্ল কুমার বিশ্বাসের ছেলে প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩০) এবং শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের বাসিন্দা নারী (২৫)।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল তারা। পাশাপাশি নগ্ন ছবি তুলে যুবকদের ব্ল্যাকমেইল করছিল। শনিবার রাতে মোবাইল নম্বর ট্র্যাকিং করে শহরের ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।