সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ৩০ জুলাই তারা স্বামী-স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার (২ আগস্ট) তাদের রিপোর্ট পজেটিভ আসে। তারা দুজনই বাসায় আইসোলেশন রয়েছেন এবং তারা এখন অনেকটা সুস্থ।
মাসুক উদ্দিনের ছোটভাই সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাই ও ভাবি দুজনেই বাসায় রয়েছেন এবং সুস্থ আছেন।
এদিকে, রোববার (২ আগস্ট) সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬৬ জন করোনা পজিটিভি শনাক্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের ৬৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলার ৪৩ জন, হবিগঞ্জের পাঁচ ও মৌলভীবাজারের ১৮ জন রয়েছেন।
রোববার রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫৮ জন। এরমধ্যে সিলেটে চার হাজার ৩৫২ৎ, সুনামগঞ্জে এক হাজার ৫১২, হবিগঞ্জে এক হাজার ১৯০ এবং মৌলভীবাজারে এক হাজার চারজন আক্রান্ত হয়েছেন।
ছামির মাহমুদ/এএইচ