চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়াল
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়াল। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব থেকে আসা ৪১ জনের নমুনার ফলাফলে ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন ও শিবগঞ্জ উপজেলায় আটজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১৮ জন।
জেলা প্রশাসন সূত্র জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও ঈদুল আজহার আগে থেকেই বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি ভালো আছেন এবং বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর