মেহেরপুরে করোনা কাড়ল আরও এক প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৯ আগস্ট ২০২০
ফাইল ছবি

করোনায় মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া গ্রামে সাদেক আলী (৫৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। করোনা ভাইরাস আক্রান্তদের দাফনের নিয়ম মেনে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে মেহেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন সাদেক আলী। সর্দি জ্বরসহ শারীরিক অন্যান্য অসুবিধার কারণে তিনি নমুনা দিয়েছিলেন। নিজ বাড়িতে রুম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার এক ছেলে মালয়েশিয়া ও আরেক ছেলে ঢাকায় থাকেন। তারা বাবার কোনো খোঁজখবর নেননি। বাড়ির আশেপাশের লোকজনই তার ওষুধ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

প্রতিবেশী আব্বাস আলী বলেন, ভ্যান চালিয়ে যা উপার্জন হত তাই দিয়ে স্বামী স্ত্রীর সংসার চলত। স্থানীয়রা লকডাউন অবস্থায় তাকে বেশ সহযোগিতা করেছেন। দু’দিন আগে তার জ্বর সেরে যায়। কিন্তু শনিবার থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শে ওষুধ চলছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম রিয়াজুল আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে দাফনের জন্য উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়েছে। দ্রুত তার দাফন সম্পন্ন করা হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহিন শাহনেওয়াজ বলেন, দুপুরের মধ্যেই তার দাফন কাফন সম্পন্ন করা হবে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।