ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৯ আগস্ট ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরপুর সচেতন নাগরিক কমিটি।

রোববার (৯ আগস্ট) সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক হযরত আলী মাস্টার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নয়ন আলী প্রমুখ।

বক্তারা বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুস্থ মানুষদের বিভিন্ন ভাতা প্রদান করছেন। কিন্তু জনপ্রতিনিধিরা সেই ভাতা আত্মসাৎ করছে। উপকারভোগীর তালিকা প্রকাশ্যে এলে জনপ্রতিনিধিরা ভাতার টাকা আত্মসাৎ করতে পারবেন না।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত ৪০ দিনের মাটিতোলা কর্মসূচির অনিয়ম, হতদরিদ্রের নামের তালিকায় চেয়ারম্যানের স্বজনদের নাম, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা করে দেয়ার নামে অবৈধ টাকা উত্তোলন করেছেন চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউপি সদস্যরা।

দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শাস্তির দাবি করা হয় মানববন্ধন থেকে।

মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।