বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় কারাগারে চালক
চুয়াডাঙ্গায় বাসচাপায় ছয়জন নিহতের ঘটনায় গ্রেফতারকৃত বাসচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হাছান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতার বাসচালক আসাদুল আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল ওহাব মন্ডলের ছেলে।
জানা যায়, শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত ও চারজন আহত হন। এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই আবু হাছান মামলা করেন। এরপর বাসচালক আসাদুল আলমকে শহরের বড়বাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।
মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে চুয়াডাঙ্গা আমলী আদালতে সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে তাকে কারাগারে নেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম বলেন, গ্রেফতার বাসচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দীন কাজল/এএম/জেআইএম