পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১২ আগস্ট ২০২০
ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ওই বাড়ির হাফেজ আহম্মদের মেয়ে হুমায়রা আক্তার (৪) ও গুলজার হোসেনের ছেলে আবদুল মাজেদ (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকাল থেকে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল হুমায়রা ও মাজেদ। দুপুরে পরিবারের লোকজন তাদের দুজনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরের পানিতে দুই শিশুর ভাসমান মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।