পূর্বপ্রস্তুতি থাকায় দেশে করোনা নিয়ন্ত্রণে : বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বিশ্বের অনেক ধনী ও প্রভাবশালী দেশ করোনা সামাল দিতে ব্যর্থ হয়েছে। সরকার করোনার আগেই পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাই বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর এবং চা শ্রমিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কোনো মানুষ যাতে করোনাকালে খাদ্য সঙ্কটে না ভোগে সে জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ দিয়েছে। গৃহহীন মানুষের জন্য সরকার ঘর তৈরি করে দিচ্ছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সভাপতিত্বে ও সহকারী কমিশানার (ভূমি) আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, শহীদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, মাধবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড় প্রমুখ।
কামরুজ্জামান আল-রিয়াদ/আরএআর/জেআইএম