চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৩ আগস্ট ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মুক্তিযোদ্ধার বাড়ি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৪ জন। মারা গেছেন ১৭ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, বুধবার সকালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

সালাউদ্দীন কাজল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।