করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাসহ দু’জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধাসহ দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা হামজা আলী (৭৮) ও শুক্রবার ভোর ৪টার দিকে শাফিউল আজম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। মুক্তিযোদ্ধা হামজা আলী সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত আদালত আলীর ছেলে ও শাফিউল আজম দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির জানান, গেল বুধবার বিকেলে হাতিকাটা গ্রামের মুক্তিযোদ্ধা হামজা আলী ও বৃহস্পতিবার বিকেলে রামনগর গ্রামের শাফিউল আজম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয় তাদের। গতকাল রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা হামজা আলী (৭৮) ও আজ শুক্রবার ভোর ৪টার দিকে শাফিউল আজম করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান এই চিকিৎসক।
সালাউদ্দীন কাজল/এফএ/এমএস