রোগীদের হয়রানি, ম্যাজিস্ট্রেট দেখে স্বাস্থ্য কর্মকর্তার দৌড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৬ আগস্ট ২০২০
দণ্ডপ্রাপ্ত রফিকুজ্জামান রমজান

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি করার দায়ে স্বাস্থ্য কর্মকর্তার সহকারী রফিকুজ্জামান রমজানকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের বাসিন্দা ও তালা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদারের সহকারী।

তালা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, যাকে আটক করা হয়েছে তিনি আমার সহকারী। তিনি দালাল নয়। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। ইউএনও হঠাৎ হাসপাতালে এসে তাকে আটক করে নিয়ে যান। পরে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখতে পাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজীব সরদার আউটডোরে রোগী দেখছেন। আমাকে দেখে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে ঘটনাস্থলে রফিকুজ্জামান রমজান ছিলেন। তিনি নিজেকে স্বাস্থ্য কর্মকর্তার সহকারী পরিচয় দেন। ঘটনাস্থলে থাকা লোকজন জানান রমজান দালাল হিসেবে কাজ করেন। রোগীদের কাছ থেকে টাকা উত্তোলন করেন নিয়মিত। একই সঙ্গে বিভিন্নভাবে নাজেহাল করে আসছিলেন তিনি।

ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন আরও বলেন, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুজ্জামান রমজানকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রোগীদের হয়রানি ও দালালের দৌরাত্ম্য কমাতে হাসপাতালে অভিযান চলবে। তালা হাসপাতালের অবস্থা খুবই খারাপ। সেবার থেকে রোগীদের হয়রানি বেশি করা হয়। আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।

এ বিষয়ে তালা থানা পুলিশের ওসি মো. মেহেদী রাসেল বলেন, দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।