করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:১৬ এএম, ১৭ আগস্ট ২০২০
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জীবননগর উপজেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা দরবেশ দফাদারের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাড়ি জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড যুবলীগ নেতা ছিলেন তিনি।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারফিউন জানান, দরবেশ দফাদার ৬-৭ দিন আগে থেকে জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নিজ বাড়িতে থেকে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দরবেশ দফাদারের শরীরে করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ ছিল। এক্সরেতে দেখা গেছে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

জীবননগর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।