গাজীপুরে বয়লারের পানিতে ৪ শ্রমিক দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ নভেম্বর ২০১৪

গাজীপুরের টঙ্গীতে শান্তা এক্সপ্রেশনস লিমিটেডে বয়লারের পাইপ ফেটে গরম পানিতে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুদাফা এলাকার ওই কারখানায় ডাইং সেকশনে শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে বয়লারের উপরের পাইপ ফেটে যায়। এ সময় পাইপের প্রবাহমান গরম পানি কর্মরত বেশ কয়েকজন শ্রমিকের শরীরে পড়ে। এতে মারাত্মকভাবে দগ্ধ হন চার শ্রমিক।

কারখানা কর্তৃপক্ষ দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।