মেঘনায় জাহাজডুবি, দুই ক্রু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২০ আগস্ট ২০২০
ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে লাবনী-৩ নামে একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা চারজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও দুইজন ক্রু নিখোঁজ রয়েছেন।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে হাতিয়া উপজেলার বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। চট্টগ্রাম বন্দরে একটি লাইটার জাহাজ মেরামত করতে যাওয়ার পথে বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে তলদেশ ফেটে জাহাজটি ডুবে গেছে।

এ সময় জাহাজে থাকা ছয়জন ক্রুর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুইজন ক্রু এখনও নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।