হবিগঞ্জ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় প্রথম মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২২ আগস্ট ২০২০

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ১২ জন মারা গেছেন। মৃত ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের শ্যামলী এলাকার বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলীর (৬৭) শরীরে কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। ১৯ আগস্ট তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২০ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সন্ধ্যায় সদর আধুনিক হাসপাতালের আসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, শুক্রবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত সোহরাব আলীকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। এর আগে ২০ আগস্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা ছাড়াও সোহরাব আলী ডায়াবেটিস, হার্ট ও প্রেসারজনিত সমস্যায় ভুগছিলেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৩৬ জনের। জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩০ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।