তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৪ আগস্ট ২০২০

পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন খন্দকার (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাওন খন্দকার বিলবিলাস গ্রামের জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) রাতে পার্শ্ববর্তী মদনপুর গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিব রাজা (২৪) বিলবিলাস বাজারে বসে শাওনের চোখে টর্স লাইটের আলো মারে। এতে শাওন ক্ষুব্ধ হন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাজারের লোকজন তাদের শান্ত করেন।

সোমবার বেলা ১১টার দিকে শাওন বাড়ি থেকে বিলবিলাস বাজারে গিয়ে একটি দোকানে চা পান করছিল। তখন রাতের ঘটনাকে কেন্দ্র করে আবারও তর্কবিতর্ক শুরু করেন রাজিব রাজা। তর্কবিতর্কের একপর্যায়ে শাওনের পেটে ছুরিকাঘাত করেন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাওন টঙ্গী সরকারি কলেজের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত রাজিব রাজাকে আটক করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।