করোনাভাইরাস : কুমিল্লায় মৃত্যু বেড়ে ১৬৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৫ আগস্ট ২০২০
ফাইল ছবি

কুমিল্লায় নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৬৩৬ জনের। একই সঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ জন, চৌদ্দগ্রামের চারজন, বুড়িচংয়ের ছয়জন, লাকসাম ও বরুড়ার পাঁচজন করে, লালমাইয়ের দুইজন, আদর্শ সদরের তিনজন, মনোহরগঞ্জ, তিতাস, দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়ার একজন করে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আদর্শ সদর ও তিতাসে দুইজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৬৭ জন।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনে ১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ছয়জন ও চান্দিনায় পাঁচজন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১১৫ জন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।